Wellcome to National Portal

মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার দিন, উৎপাদন খরচ কমিয়ে ফেলুন, অধিক ফসল ঘরে তুলুন ।  ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস, এবারের প্রতিপাদ্য ""মাটিঃ খাদ্যের সূচনা যেখানে""

Main Comtent Skiped

List of Service

ক্র. নং

প্রদত্ত সেবা

সেবা প্রদান পদ্ধতি

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) সরবরাহ

  • চাহিদা প্রাপ্তি
  • উল্লিখিত উপজেলা নির্দেশিকা প্রদান।

 

সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি ১৫০ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিটি ২৫০ টাকা

(নগদ/চালানের মাধ্যমে)।

চাহিদা প্রাপ্তির পর প্রাপ্যতা সাপেক্ষে১-৩ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

২।

ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) সরবরাহ

  • চাহিদা প্রাপ্তি
  • উল্লিখিত ইউনিয়ন সহায়িকা প্রদান।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর প্রাপ্যতা সাপেক্ষে ১-৩ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও/

 

৩।

উপজেলা নির্দেশিকার তথ্য-উপাত্তের ভিত্তিতে সার সুপারিশ কার্ড প্রদান।

  • আবেদনপত্র প্রাপ্তি।
  • তথ্য উপাত্তের ভিত্তিতে সার সুপারিশ কার্ড প্রণয়ন।
  • কার্ড প্রদান।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর ৩-৫ কার্যদিবস

পিএসও/এসএসও/এসও

৪।

মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী বিশ্লেষণ করে মাটির স্বাস্থ্য  কার্ড বিতরণ।

নির্ধারিত কৃষি ব্লকের প্রগতিশীল ২৫-৫০ জন কৃষককে এই সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে

৩ মাস

পিএসও/এসএসও/এসও

৫।

গবেষণাগারে পরীক্ষার জন্য মাটির নমুনা সংগ্রহে সহযোগিতা।

কৃষক, ছাত্র, গবেষক কিংবা কোন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ফসলের মাঠ থেকে মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণে সহযোগিতা প্রদান।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর ৩-৫ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও/

ফিল্ডম্যান

৬।

মাটি ও ভূমির গুণাগুণ অনুযায়ী ফসল নির্বাচনে সহযোগিতা।

কৃষক, ছাত্র, গবেষক কিংবা কোন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক এই সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর ২-৩ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

৭।

সয়েল প্রোফাইল বর্ণনা এবং মৃত্তিকা সনাক্তকরণে সহযোগিতা।

ছাত্র, গবেষক কিংবা কোন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক এই সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর ৭-১০ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

৮।

সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণে সহযোগিতা ও পুস্তিকা সরবরাহ।

  • চাহিদা প্রাপ্তি
  • উক্ত পুস্তিকা প্রদান।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর ৫-৭ কার্যদিবস।

এসএসও/এসও/

ফিল্ডম্যান

৯।

ল্যাব টেস্টের জন্য সারের নমুনা সংগ্রহে ও পরীক্ষার কাজে সহযোগিতা।

সার ডিলার, কৃষি বিভাগ কিংবা অন্য কোন উৎসের মাধ্যমে সংগৃহিত সারের নমুনা বিশ্লেষণে সহযোগিতা প্রদান করা হয়।

সরকার নির্দেশিত বিশ্লেষণ ফি প্রযোজ্য।

চাহিদা প্রাপ্তির পর ১-২ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

১০।

সমস্যাক্লিষ্ট মাটি সনাক্তকরণ ও সংশোধনে সহযোগিতা।

  • চাহিদা প্রাপ্তি

 

কারিগরী সহায়তার জন্য আর্থিক সংশ্লেষযুক্ত (আলোচনা সাপেক্ষে)

চাহিদা প্রাপ্তির পর ৮-১০ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

১১।

মৃত্তিকা নমুনা বিশ্লেষণ ও ফলাফল প্রদান।

  • নমুনা প্রাপ্তি
  • নমুনা বিশ্লেষণ
  • ফলাফল প্রদান।
  • ধান ফসলের জন্য ৫০ টাকা।
  • আলু,গম, ভূট্টা, সরিষা, ফল ও অন্যান্য ফসলের জন্য ৬৩ টাকা। (নগদ/চালানের মাধ্যমে )

চাহিদা প্রাপ্তির পর ১৫ কার্যদিবস।

ভারপ্রাপ্ত কর্মকর্তা  (গবেষণাগার)

১২।

কৃষি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী ও কৃষকের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান।

মৃত্তিকা বিজ্ঞানী/বিশ্ববিদ্যালয় শিক্ষক/সম্প্রসারণ কর্মী/কৃষক কর্তৃক চাহিদা প্রাপ্তি।

বিনামূল্যে

চাহিদা প্রাপ্তির পর আলোচনা সাপেক্ষে ১-৩ কার্যদিবস।

পিএসও/এসএসও/এসও

1৩।

ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সার সুপারিশ কার্ড প্রণয়ন ও বিতরণ।

  • নির্ধারিত উপজেলায় নির্ধারিত সময়সূচী অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে মৃত্তিকা নমুনা প্রাপ্তি।
  • মৃত্তিকা নমুনা বিশ্লেষণ।
  • সার সুপারিশ কার্ড প্রণয়ন।
  • কৃষকের নিকট বিতরণ।

প্রতি নমুনা ২৫ টাকা হারে রসিদ প্রদান পূর্বক নগদ গ্রহণ।

৩ কার্যদিবস

ভারপ্রাপ্ত কর্মকর্তা (গবেষণাগার)

১৪।

অনলাইন সার সুপারিশ

  • সরাসরি www.srdi.gov.bd ওয়েবসাইট থেকে অথবা বাংলালিংক মোবাইল থেকে ৭৬৭৬ নম্বরে ডায়াল করে অথবা গ্রামীনফোনের কমিউনিকেশন ইনফরমেশন সেন্টার (সিআইসি) অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে এই সেবা পাওয়া যাবে।

বিনামূল্যে

তাৎক্ষণিক

পিএসও/এসএসও/এসও